সকল সিমের Internet Setting & APN কোড ২০২৬ — Robi, GP, Airtel, Banglalink Tutorial

আমরা যখন নতুন স্মার্টফোন কিনে কিংবা আমাদের স্মার্ট ফোন যখন আমরা রিসেট করে থাকি তখন আমাদের ফোনের ইন্টারনেট সেটিংস পুনরাই করতে হয় আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন রবি ইন্টারনেট সেটিংস এবং জিপি ইন্টারনেট সেটিংস এবং airtel ইন্টারনেট সেটিংস এবং banglalink ইন্টারনেট সেটিংস এবং অন্যান্য যে সকল সিমগুলো রয়েছে প্রতিটি সিমের ইন্টারনেট সেটিং কিভাবে করতে হয় এবং apn সেটিংস কিভাবে করতে হয় সকল ডিটেলস গুলো এই আর্টিকেল এর মাধ্যমে জেনে নিতে পারবেন।

সকল সিমের ইন্টারনেট সেটিং ২০২৬: All Internet Settings Code 2026

Robi Internet Setting Code 2026


প্রথমে আমি আপনাদের দেখাবো আপনি যদি রবি সিম ব্যবহার করে থাকেন এক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফোনে রবি সিমে ইন্টারনেট ব্যবহার করার জন্য এপিএন সেটিংস করতে পারবেন এখন আমি যে সেটিংস গুলো দেখাবো এগুলো মনোযোগ সহকারে লক্ষ করুন।

সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে যেতে হবে এরপর আমি যে স্ক্রিনশট গুলো আপনাদেরকে দেব এগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং এই সেটিংস গুলো করতে হবে।

সকল সিমের ইন্টারনেট সেটিং ২০২৬: All Internet Settings Code 2026

এরপর আপনার মোবাইল এর মধ্যে মোবাইল নেটওয়ার্ক অপশন দেখতে পাবেন কিংবা কানেকশন এরকম সেটিংস দেখতে পাবেন তো এটির উপরে আপনাকে ক্লিক করতে হবে।

সকল সিমের ইন্টারনেট সেটিং ২০২৬: All Internet Settings Code 2026

এরপর আপনাকে মোবাইল নেটওয়ার্ক যে অপশনটি দেখাবে এটির উপর ক্লিক করতে হবে আমি আপনাদের আরো বুঝতে সুবিধা হওয়ার জন্য স্ক্রিনশট দিয়েছি লক্ষ করুন ভালো করে।

সকল সিমের ইন্টারনেট সেটিং ২০২৬: All Internet Settings Code 2026

এরপর আপনি যদি নিজের দিকে লক্ষ্য করেন তাহলে এক্সেস পয়েন্ট নামের অপশন দেখতে পাবেন এটির উপর ক্লিক করুন।

সকল সিমের ইন্টারনেট সেটিং ২০২৬: All Internet Settings Code 2026

এরপর আপনার ফোনে যদি কোন এপিএন সেটিংস করা না থাকে তাহলে আপনার এখানে খালি দেখাবে যদি আপনার এখানে খালি দেখায় তাহলে আমি যে ডিটেলস গুলো আপনাকে দিতে বলবো এগুলো দিয়ে দিবেন এবং আপনারা যারা নতুন করে এপিএন সেটিংস করতে চান তারা অবশ্যই উপরে অ্যাড বাটন রয়েছে এটির উপর ক্লিক করবেন।

সকল সিমের ইন্টারনেট সেটিং ২০২৬: All Internet Settings Code 2026


এরপর নাম অপশন দেখতে পাবেন এটির উপর ক্লিক করতে হবে এরপর বড় হাতের অর্থাৎ এখানে আমি যেই লেখাটি দিয়েছি (Robi-INTERNET) এই লেখাটি নাম এর জায়গায় বসিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন।

সকল সিমের ইন্টারনেট সেটিং ২০২৬: All Internet Settings Code 2026

এরপর নিচে আপনি এপিএন নামের অপশন দেখতে পাবেন এই খালি বক্সটির মধ্যে (internet) এই লেখাটি বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিন।

সকল সিমের ইন্টারনেট সেটিং ২০২৬: All Internet Settings Code 2026

আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে প্রসেস গুলো শিখিয়ে দিয়েছি এটির মাধ্যমে আপনি আপনার রবি সিমে ফোরজি নেটওয়ার্ক সেটিংস করে ব্যবহার করতে পারবেন।

এখন আমি এয়ারটেল এবং বাংলালিংক এবং গ্রামীন সিমের এপিএন ইন্টারনেট সেটিং কিভাবে করতে হয় সেটি বলবো কিন্তু উপরে যে নিয়ম গুলো বলা হয়েছে ঠিক এভাবে করে আপনারা সেটিংস গুলো করে নিবেন।

Airtel Internet Settings Code 2026


আপনি যদি এয়ারটেল সিমে ফোরজি ইন্টারনেট সেটিংস করতে চান তাহলে আমি এখন যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আপনারা এই তথ্যগুলো উপরে যে নিয়ম দেখানো হয়েছে এভাবে করে বসিয়ে নিবেন তাহলে আপনার এয়ারটেল সিমে ফোরজি ইন্টারনেট সেটিং চালু হয়ে যাবে।

  1. প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে উপরে যে অপশন গুলো দেখানো হয়েছে স্ক্রিনশট এর মাধ্যমে ঠিক এভাবে করে আপনারা সেটিংস গুলোতে প্রবেশ করবেন।
  2. Airtel BD সেটআপ করে দিন এরপর ওকে বাটনে ক্লিক করুন।
  3. internet এই লেখাটি ও কপি করে আপনারা এপিএনএ যোগ করে ওকে বাটনে ক্লিক করে দিন।
এই দুটি নাম যখন আপনারা ইন্টারনেট নাম এবং এটিএন নাম এটির উপর দিয়ে দিবেন তখন আপনার এয়ারটেল সিমে ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বাংলালিংক ইন্টারনেট সেটিং কোড ২০২৬


এখন আপনার বাংলালিংক সিমের মধ্যে কিভাবে 4g নেটওয়ার্ক সেট করতে হয় এখন সে প্রসেস গুলো শিখিয়ে দেবো চলুন জেনে নেওয়া যাক।

  1. প্রথমে আপনার ফোনে একটি ডায়াল অ্যাপস আছে এটি ওপেন করুন এরপর (*5000*70#) এরপর এখানে যে কোডটি দেওয়া হয়েছে এটি লিখে আপনারা কল বাটনে ক্লিক করার পর আপনার ফোনে একটি এসএমএস আসবে এরপর আপনি ইন্টারনেট সেটিংস ইন্সটল করে নিতে পারবেন।
  2. এছাড়া আপনার ফোনের মধ্যে যে মেসেজ অ্যাপস রয়েছে এখানে গিয়ে আপনি মেসেজ অপশনে গিয়ে (ALL) লিখে (3343) এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে এসএমএস পাঠিয়ে দিলেও আপনাকে ইন্টারনেট সেটিংস পাঠিয়ে দেওয়া হবে এরপর আপনি আপনার ফোনে সেটিংস গুলো করে নিতে পারবেন।

Gp Apn Setting 2026


আপনি যদি গ্রামীন সিম ব্যবহার করেন এবং আপনার ফোনে গ্রামীন সিমের ফোরজি নেটওয়ার্ক আনতে চান সেই ক্ষেত্রে কিভাবে সেটআপ করবেন এখন সে প্রসেস গুলো শিখিয়ে দেব।

  • প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিং সবসময় প্রবেশ করুন।
  • এরপর মোবাইল নেটওয়ার্ক যেতে হবে।
  • Apn সেটিংস এর উপর ক্লিক করুন।
  • এরপর নামের জায়গায় (GP) লিখে সেভ করুন।
  • Apn জায়গায় (gpinternet) বসিয়ে দিয়ে সেভ করে নিন।
এখন আপনার গ্রামীন সিম দিয়ে আপনি ফোর-জি কিংবা ফাইভ-জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এতে কোন ধরনের সমস্যা আর হবে না। 

বন্ধুরা আশা করি আমি এই আর্টিকেল এর মাধ্যমে সকল সিমের ইন্টারনেট সেটিংস মোবাইল ফোনে কিভাবে সেট করতে হয় আশা করি আমি বুঝতে পেরেছি এরপরেও যদি আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করতে না পারেন বা ইন্টারনেট সেটিংস সেটআপ না হয় অবশ্যই আপনি কমেন্ট করে লিখে জানাবেন। 

এছাড়া ২০২৬ সালের নতুন টিপস এবং গাইডলাইন সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে অবশ্যই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারা উপকৃত হয় ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিভাবে জিমেইল আইডি খুলবো ২০২৬: kivabe gmail account khulbo 2026 (step by step)

কিভাবে প্লে স্টোর আইডি খুলবো ২০২৬: Google Play Store Id Kivabe Khulbo