বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৬: সেন্ড মানি, ক্যাশ আউট, লোন, সেভিং

বর্তমান সময়ে বাংলাদেশে আমরা লেনদেনের জন্য বিকাশ ব্যবহার করে তো আমরা অনেকেই এখনো পর্যন্ত ব্যবহারকারীরা রয়েছি আমরা নিজেই নিজের বিকাশ একাউন্ট তৈরি করতে জানিনা তাই আজকের আর্টিকেল এর মধ্যে আমি আপনাদের দেখাবো বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৬ সম্পর্কে বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ গাইড লাইন সম্পর্কে জানতে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৬: সেন্ড মানি, ক্যাশ আউট, লোন, সেভিং

বিকাশ কি?

বিকাশ হল এমন একটি প্লাটফর্ম যেখান থেকে আপনি মোবাইল রিচার্জ যে কাউকে আপনি পার্সোনালি টাকা পাঠাতে পারবেন এবং আপনি যে কোন এজেন্ট থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন কিংবা আপনি যে কোন শপিং করার জন্য পেমেন্ট করতে পারবেন এবং বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন এবং ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন এবং এডুকেশন ফি দিতে পারবেন এছাড়া আরো বিভিন্ন রকম কাজ কিন্তু বিকাশের মাধ্যমে করতে পারবেন।

How To Create Bkash Account In Mobile?

এখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো শিখিয়ে দেবো এবং আমি যেভাবে বলবো ঠিক আপনারা সেই ভাবে করে বিকাশ একাউন্ট নিজেই তৈরি করে নিতে পারবেন।

সর্বপ্রথম আপনি play store থেকে কিংবা এখানে ক্লিক করে bkash app install করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৬: সেন্ড মানি, ক্যাশ আউট, লোন, সেভিং

এরপর বিকাশ অ্যাপ ওপেন করে যদি কোন পারমিশন চায় তাহলে আপনি এলাউ করে দিবেন এরপর লগইন এবং রেজিস্ট্রেশন বাটন দেখতে পাবেন এই অপশনটির উপরে ক্লিক করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৬: সেন্ড মানি, ক্যাশ আউট, লোন, সেভিং

এরপর আপনি বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার নতুন বিকাশ নাম্বারটি দিবেন যে নাম্বার দিয়ে এর আগে বিকাশ একাউন্ট তৈরি করা হয়নি এরপর পরবর্তী অপশন টির উপরে ক্লিক করুন এরপর আপনাকে কোন কোম্পানির সিম ব্যবহার করেন সেই অপারেটরটি সিলেক্ট করতে হবে।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৬: সেন্ড মানি, ক্যাশ আউট, লোন, সেভিং

এরপর আপনার নাম্বারে একটি otp code আসবে কিংবা আপনার পারমিশন এলাও করতে বলা হবে আপনি এলাও বাটনে ক্লিক করে দিবেন।

এরপর আপনার ভোটর আইডি কার্ডের সামনের এবং পিছনের ছবি তুলে আপলোড করুন।

এরপর আপনার চেহারার ছবি স্ক্যান করতে হবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট ভাবে হয়ে গেলে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে বিকাশ নতুন একাউন্ট খুলে নিতে হবে।

নোট: উপরে আমি যে প্রসেস গুলো শেয়ার করেছি এভাবে করে আপনি খুব সহজেই নতুন বিকাশ অ্যাকাউন্ট করে বসেই খুলে নিতে পারবেন এরপরেও যদি কোন সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম


আমরা অনেকে বাটন ফোন ব্যবহার করে থাকি তো এই ক্ষেত্রে কিভাবে আপনি বাটন মোবাইল দিয়ে bkash account open করবেন এখন আমি প্রসেস গুলো বলে দিচ্ছি মনোযোগ সহকারে লক্ষ্য করুন।
  1. প্রথমে আপনার বাটন ফোনের মধ্যে ডায়াল করুন (*২৪৭#) এরপর আপনার বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার দিতে বলা হবে আপনার নতুন মোবাইল নাম্বারটি দিন।
  2. এরপর আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি দিন।
  3. এরপর আপনার জন্ম তারিখের দিন মাস বছর দিন। 
  4. এরপর বিকাশে নতুন পিন সেটআপ করুন।
আমি যেভাবে বলেছি ঠিক এভাবে করে আপনি বাটন মোবাইল ফোনের মধ্যে bkash sign up করতে পারবেন।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ কিভাবে করে?


এখন আমরা শিখব কিভাবে মোবাইল রিচার্জ করতে পারি বিকাশ থেকে আমি আপনাদেরকে স্ক্রিনশট সহ সবগুলো গাইডলাইন শেয়ার করব আপনারা মনোযোগ সহকারে ফলো করুন।

  1. প্রথমে বিকাশ ওপেন করুন এরপর বিকাশ একাউন্ট লগ ইন করুন এরপর আপনি দুই নাম্বার অপশনে মোবাইল রিচার্জ দেখতে পাবেন এটির উপর ক্লিক করুন।
  2. এরপর যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাইতেছেন সেই নাম্বারটি দিয়ে সিম কোম্পানির অপারেটর সিলেক্ট করুন। 
  3. কত টাকা মোবাইল রিচার্জ করবেন এমাউন্টটি উল্লেখ করে পরবর্তী বাটনে এগিয়ে যান।
  4. এরপর আপনার বিকাশের পিন দিয়ে মোবাইল রিচার্জ করতে টেপ করে ধরে রাখুন।

বিকাশ থেকে সেন্ড মানি করার নিয়ম?


এখন আমরা শিখব বিকাশ থেকে কিভাবে সেন্ড মানি করতে হয় অর্থাৎ বিকাশ পার্সোনাল নাম্বার থেকে অন্য আরেকটি বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে।
  • বিকাশ অ্যাপ ওপেন করে আপনার বিকাশের সিম দিয়ে বিকাশ লগইন করুন।
  • এরপর যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটি দিন।
  • এরপর কত টাকা সেন্ড মানি করবেন এই অ্যামাউন্ট দিয়ে এগিয়ে যান বাটনের উপর ক্লিক করুন।
  • এরপর বিকাশের পিন দিয়ে সেন্ড মানি করতে টেপ করে ধরে রাখুন।
নোট: আপনি যদি বিকাশ প্রিয় নাম্বার সেট করেন তাহলে একদম ফ্রিতে লেনদেন করতে পারবেন যদি আপনি বিকাশ সেন্ড মানি প্রিয় নাম্বার ছাড়াই করেন তাহলে আপনার বিকাশ সেন্ড মানি খরচ ৫ টাকা কেটে নেওয়া হবে যদি আপনি 500 টাকা কিংবা এক হাজার টাকা কিংবা ২৫ হাজার টাকা সেন্ড করেন তাহলে দশ টাকার উপর কেটে নেওয়া হবে

বিকাশ থেকে ক্যাশ আউট করার নিয়ম?


এখন আমরা শিখব বিকাশ থেকে কিভাবে এজেন্ট নাম্বারে টাকা বের করতে হয় অর্থাৎ বিকাশ থেকে ক্যাশ আউট করার সঠিক পদ্ধতি জানব এবং আমি যেভাবে শেয়ার করব এভাবে করে আপনি খুব সহজে যে কোন বিকাশ এজেন্ট থেকে টাকা বের করতে পারবেন।

  1. প্রথমে আপনাকে বিকাশ লগইন করতে হবে এরপর আপনি তিন নাম্বারে ক্যাশ আউট নামের অপশন রয়েছে এটির উপর ক্লিক করতে হবে।
  2. এরপর আপনাকে বিকাশ এজেন্ট এর নাম্বার বা নাম দিতে হবে কিংবা qr code স্ক্যান করতে হবে।
  3. এরপর আপনি বিকাশ থেকে কত টাকা তুলতে চান সেই অ্যামাউন্ট দিতে হবে এরপর এগিয়ে যান বাটনের উপরে ক্লিক করুন। 
  4. এরপর বিকাশের পিন দিয়ে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন।
নোট: আপনি যদি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করেন তাহলে ১৪ টাকা ৯০ পয়সা কেটে নেওয়া হবে এবং আপনি যদি স্বাভাবিক বিকাশ থেকে ক্যাশ আউট করেন তাহলে বিকাশ ক্যাশ আউট চার্জ ১৮ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হবে


বিকাশ থেকে পেমেন্ট করার নিয়ম?


আমরা অনেকে বিকাশ থেকে শপিং করি কিংবা কেনাকাটা করে থাকি তো কিভাবে আপনারা বিকাশ পেমেন্ট ব্যবহার করবেন এখন আমি সে প্রসেস গুলো শিখিয়ে দেব।

বিকাশ লগইন করার পর আপনি পেমেন্ট নামের অপশনে যাবেন এরপর আপনাকে বিকাশ মার্চেন্ট নাম্বার কিংবা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আপনি যদি বিকাশ পেমেন্ট করেন তাহলে আপনার কোন রকম খরচ কাটা হবে না একদম ফ্রিতে আপনি লেনদেন করতে পারবেন।

বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


আমরা অনেকেই বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন রকম এজেন্ট এর কাছে গিয়ে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকে কিভাবে আপনি নিজেই ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন এখন শিখিয়ে দেব।

  1. প্রথমে বিকাশ ওপেন করে লগইন করুন এরপর পে বিল নামের অপশন রয়েছে এটির উপর ক্লিক করে পল্লী বিদ্যুৎ সিলেট করে নিন।
  2. এরপর পল্লী বিদ্যুৎ পোস্টপেইড নামের অপশন রয়েছে এটির উপর ক্লিক করে আপনার বিদ্যুৎ বিলের কাগজের উপর একটি এসএমএস অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি দিতে হবে।
  3. এরপর পে বিল করতে এগিয়ে যান বাটনের উপর ক্লিক করুন।
  4. আর অবশ্যই আপনাকে বিকাশ ব্যালেন্স রাখতে হবে আপনার বিদ্যুৎ বিল যত টাকা এসেছে এরপর আপনি কত টাকা বিদ্যুৎ বিল এসেছে তা দেখতে পাবেন এরপর নিচে লাল রংয়ের বাটনে দেখতে পাবেন পরের ধাপে যেতে টেপ করুন এটির উপর ক্লিক করুন।
  5. এরপর আপনি বিকাশের পিন দিয়ে খুব সহজে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করে নিতে পারবেন।

বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম


আমরা অনেকেই ডিপিএস একাউন্ট খোলার জন্য কিংবা সেভিংস করার জন্য বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন রকম এনজিও ব্যবহার করে থাকি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বিকাশে আপনি টাকা জমাতে পারেন।

  • বিকাশ সেভিংস কিংবা বিকাশ ডিপিএস একাউন্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম বিকাশ এর মধ্যে প্রবেশ করে সেভিংস নামের অপশনটির উপরে ক্লিক করতে হবে।
  • এরপর এখানে অনেকগুলো লেখা আসবে এরপর সম্মতি দিন নামের যে বাটনটি রয়েছে এটির উপর ক্লিক করতে হবে।
  • নতুন সেভিং খুলুন নামের একটি বাটন রয়েছে এটির উপর ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে দুটি অপশন তুলে ধরা হবে একটি হচ্ছে মুনাফা ভিত্তিক ডিপিএস আরেকটি হচ্ছে ইসলামিক ডিপিএস এখান থেকে আপনি যে ডিপিএস খুলতে চান সেটির উপর ক্লিক করুন।
  • ধরন বেছে নিন এর উপর ক্লিক করে সাপ্তাহিক কিংবা মাসিক সিলেট করতে হবে।
  • মেয়াদ বেছে নিন এর উপর ক্লিক করে আপনি কতদিন এর জন্য ডিপিএস করতে চান সেটি সিলেক্ট করুন।
  • এরপর জমার পরিমাণ বেছে নিন এই অপশনটির উপর ক্লিক করে আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট সিলেক্ট করুন।
  • এরপর এগিয়ে যান বাটনের উপরে ক্লিক করুন।
  • এরপর এখানে আপনি বিভিন্ন ব্যাংক দেখতে পাবেন যেমন ঢাকা ব্যাংক কিংবা সিটি ব্যাংক কিংবা ব্র্যাক ব্যাংক ইত্যাদি এটির উপর যে কোন একটিতে সিলেক্ট করুন।
  • এরপর আপনার বিকাশের সিম দিয়ে আপনি যখন পেমেন্ট করে দিবেন তখন আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং প্রতিমাসের যে তারিখ থেকে আপনি ডিপিএস করেছেন সেই তারিখ আপনার বিকাশে টাকা থাকলে অটোমেটিক কেটে নিয়ে আপনার সেভিংস একাউন্টে জমা হতে থাকবে।
নোট: বিকাশ সেভিংস একাউন্ট বাতিল করার জন্য আপনাকে যে তারিখ থেকে বিকাশ ডিপিএস একাউন্ট খুলছেন সেই তারিখ থেকে তিন মাস পূর্ণ না হওয়া পর্যন্ত বিকাশ সেভিংস বাতিল করতে পারবেন না।

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়


আমরা মাঝেমধ্যে অনেক সমস্যায় পড়ে গিয়ে থাকি এক্ষেত্রে বিকাশ আমাদের জন্য অনেক বড় একটি সুবিধা নিয়ে হাজির হলো সেটি হচ্ছে বিকাশ লোন তো কিভাবে আপনারা ২০২৬ সালে বিকাশ থেকে লোন নিতে পারবেন সেই প্রসেসগুলো এবং সিস্টেমগুলো বলে দেব।

  1. বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম বিকাশ লোন অপশন এর মধ্যে যেতে হবে।
  2. যদি আপনার এখানে কোনরকম টাকা শো করে তাহলে মনে করবেন আপনি বিকাশ থেকে লোন পেয়ে গেছেন।
  3. এরপর লোন নিন বাটন এর উপরে ক্লিক করে আপনি খুব সহজেই বিকাশ থেকে লোন নিতে পারবেন এবং সেটি তিন মাস কিংবা ৬ মাস এর মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে কিস্তি কিস্তি করে।
নোট: বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই তাদের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো নিয়মিত ব্যবহার করতে হবে যেমন নিয়মিত সেন্ট মানি করতে হবে এবং ক্যাশ আউট করতে হবে এবং পেমেন্ট করতে হবে এবং ব্যাংক থেকে বিকাশে টাকা এড করতে হবে কিংবা আপনার মাস্টার কার্ড কিংবা ক্রেডিট কার্ড থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা আদান প্রদান করতে হবে এবং বিদ্যুৎ বিল দিতে হবে তাহলে আপনি বিকাশ লোনের জন্য উপযুক্ত হবেন।

বিকাশ ২০২৬ এর সকল আপডেট আমি এই আর্টিকেল এর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এরপরেও আপনারা যদি কোন বিষয়ে জানতে আগ্রহ করেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তাহলে আমি এই আর্টিকেলটি নতুন করে আপডেট করে সেই তথ্যটি পুনরায় যুক্ত করার চেষ্টা করব আর্টিকেলটি অবশ্যই আপনার যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হয়। 

এবং আপনি বিকাশের নতুন আপডেট এবং বিভিন্ন গাইডলাইন সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিভাবে জিমেইল আইডি খুলবো ২০২৬: kivabe gmail account khulbo 2026 (step by step)

সকল সিমের Internet Setting & APN কোড ২০২৬ — Robi, GP, Airtel, Banglalink Tutorial

কিভাবে প্লে স্টোর আইডি খুলবো ২০২৬: Google Play Store Id Kivabe Khulbo